বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ ১৬ই মাঘ ১৪৩১
Smoking
 
সাভারে পরিত্যক্ত ২০০ কেজি ওজনের একটি এয়ার বোমা উদ্ধার
প্রকাশ: ০৫:৩০ am ১৮-০১-২০১৮ হালনাগাদ: ০৯:৫৭ am ১৮-০১-২০১৮
 
 
 


ঢাকার অদূরে সাভারে পরিত্যক্ত ২০০ কেজি ওজনের একটি এয়ার বোমা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে সাভারের আমিনবাজারের বসুধা এলাকা থেকে বোমাটি উদ্ধার করে সাভার থানা-পুলিশ।  এ প্রসঙ্গে পুলিশ জানায়, দুপুরে আমিনবাজারের বসুধা এলাকার একটি জায়গায় কয়েকজন শ্রমিক ভেকু দিয়ে মাটি তুলছিলেন। এ সময় মাটির নিচ থেকে ওই বোমাটি ভেকুর মধ্যে উঠে আসে। পরে পুলিশকে খবর দেয়া হলে বোমাটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়।  বোমাটির ওজন প্রায় ২০০ কেজি। এই বোমাটি বিমানবাহিনী ব্যবহার করে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল মিয়া। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT