রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু
প্রকাশ: ০১:১২ pm ১৮-১২-২০১৬ হালনাগাদ: ০১:১৪ pm ১৮-১২-২০১৬
 
 
 


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলতি শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি শুরু হয়েছে।

রোববার সকাল ৯টায় ‘বি’ ইউনিটের গ্রুপ ১ এর ১ থেকে ৭০০ পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ভর্তি কার্যক্রম চলবে ২০ ডিসম্বর পর্যন্ত।

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এএইচএম বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি আরো জানান, ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টায় মেধা তালিকায় স্থান পাওয়া একই ইউনিটের ৭০১ থেকে ১১৫৯ পর্যন্ত, বেলা ২টায় একই ইউনিটের গ্রুপ-২ এর ১ থেকে ৩০ পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে ‘বি’ ইউনিটের সব ধরনের কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

২০ ডিসেম্বর সকাল ৯টায় ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের মেধা তালিকায় ১ থেকে ২২৪ ও ১১টায় মানবিক বিভাগের মেধা তালিকায় ১ থেকে ৩১০ এবং বেলা ২টায় বাণিজ্য বিভাগের মেধা তালিকার ১ থেকে ৮৪ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির জন্য সাক্ষাত্কার নেওয়া হবে। বিকাল ৪টায় ‘এ’ ইউনিটের অধীনে সব ধরনের কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT