শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ছাত্রলীগের সংঘর্ষ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ
প্রকাশ: ১২:৩২ pm ২১-১২-২০১৬ হালনাগাদ: ১২:৪৯ pm ২১-১২-২০১৬
 
 
 


ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এর আগে শাবির তিনটি হল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বুধবার সকালে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এ সংক্রান্ত নোটিশও দেওয়া হয়েছে।

হল বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন শাবির ভারপ্রাপ্ত প্রক্টর নাসের ইবনে আফজাল।

এদিকে মঙ্গলবার দিনগত রাত শাবির হলগুলোতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন। তবে ‘ব্যস্ত থাকায়’ বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান গ্রুপের সঙ্গে সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT