ঢাকার শাহবাগে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটছে। এ সংঘর্ষে ৭ জন শিক্ষার্থী আহত হবার খবর পাওয়া গেছে। শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেয়ায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করলে ৭ শিক্ষার্থী আহত হয়। ঘটনাস্থল থেকে ৬ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে । এর হলেন- ঢাকা কলেজের মাস্টার্সের ছাত্র নাঈমুল ইসলাম (২৪) এবং সরকারী তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান ভিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুর রহমান (২২)। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে সোয়া ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা ৭ দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী। এসময় এ সংর্ঘষের ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণাসহ ৭ দফা দাবিতে তারা কর্মসূচি পালন করছে। সরকারি কলেজ ৭টি হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজ।