নন-এমপিও শিক্ষকদের আমরণ অনশন ভাঙাতে পারেননি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী শিক্ষকদের বলেছেন, অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের দাবির ব্যাপারে নীতিমালা প্রণয়নে অর্থমন্ত্রীর আশ্বাস দিয়েছেন। শিক্ষামন্ত্রণালয় পরিচালনা করে যারা আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি আমরা অতি কষ্ট পাচ্ছি যে আপনারা শিক্ষকরা এত কষ্ট করছেন। যার জন্য আমরা এখানে এসেছি । আপনারা আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছেন, শিক্ষিত করে গড়ে তুলছেন। শিক্ষামন্ত্রীর আশ্বাসে শিক্ষকরা আশ্বস্ত হতে পারেন নি। শিক্ষকরা নাকচ করে দিয়ে বলেছেন প্রধানমন্ত্রী ঘোষণা দিলেই তবে তারা মানবেন।
মঙ্গলবার (০২ জানুয়ারি) সকাল ১১টায় নন-এমপিও শিক্ষকদের অনশন ভাঙাতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থ । সরকারের অনুমোদন ছাড়া আমরা কিছু করতে পারিনা। আমাদের সম্পদ সীমাবদ্ধ। কিন্তু আমরা এটা মানতে পারছিনা। আপনারা এটা বুঝেন যে শিক্ষায় আপনারা অনেক গুরুত্বপূর্ণ। আমরা অর্থমন্ত্রীকে এ বিষয়ে নীতিমালা করার জন্য বলেছি কিন্তু তিনি রাজি হয়নি। আমরা নাছোরবান্দা যাকে বলে সে অবস্থানে আছি। আপনারা যে কস্ট পাচ্ছেন সে কস্ট আমরা পাচ্ছি। আপনারা আমেদর মিক্ষার মূল শক্তি। আমি কথা দিচ্ছি যে তোমদেরকে এমপিও ভুক্তির যে দাবি তা আমরা পূরণ করবো।