টঙ্গীতে শিশু ধর্ষণের ঘটনার অভিযোগে গাজীপুর মহানগর ছাত্রলীগের ৪৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজকে গ্রেফতার করা হয়েছে । সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে পুলিশ তাকে গ্রেফতার করে । টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরুজ তালুকদার গ্রেফতারের খবর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে ৩য় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুকে রোববার বিকেলে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে । এ ঘটনার পর শিশুর মা-বাবা টঙ্গী থানায় ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মাসুদকে গ্রেফতার করা হয়েছে ।