মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
'ইয়ুথ ফর দ্য নেশন' গমেক শাখার শিক্ষার্থীরা আজ ১০-০১-২০১৮ (বুধবার) পঞ্চগড় জেলার দ্বেবিদার উপজেলা, ঠাকুরগাঁও জেলার সদর থানা এবং দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় দুপুর ৩টার দিকে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর। শীতের আগমন বেশ আগেই হয়েছে। শীত জেকে বসেছে এই জেলার মানুষদের। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়, ৫০ বছরের ইতিহাসে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, দেশের অন্য যেকোন অঞ্চলের চেয়ে এসব জেলায় শীত বেশি পড়ে। অন্যদিকে জেলার মানুষ গুলোও হতদরিদ্র। শীতে আক্রান্ত এইসব অসহায় মানুষদের শীতবস্ত্র কেনার অর্থ নেই। শীতে নানা ধরনের রোগের আগমন বাধিয়েছে নানা বিপত্তি।
অসহায় মানুষদের শীতের উঞ্চতা দিতে টিম "ইয়ুথস ফর দ্য নেশন" পঞ্চগড় জেলার দ্বেবিদার উপজেলা, ঠাকুরগাঁও জেলার সদর থানা এবং দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ৩০০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।এই তিন জেলার বিভিন্ন আদিবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় ইয়ুথস ফর দ্য নেশনের পক্ষে উপস্থিত ছিলেন ডা.নাজমুল,জাকির হোসেন মানিক,যুবায়ের সোহাগ সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য ইয়ুথস ফর দ্য নেশন এই বছর ৫০০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে। যার মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে ২৫০০ পরিবারের মাঝে গত মাসে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইয়ুথস ফর দ্য নেশনের পক্ষে ডা.নাজমুল হোসাইন জানান, 'আমাদের টিম বর্তমানে উত্তরবংগের বিভিন্ন জেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার জন্য অবস্থান করছে।'