বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় ট্রফিকে প্রধান কোচ কোর্টনি ওয়ালশকে
প্রকাশ: ০৯:৩৬ am ২৭-০২-২০১৮ হালনাগাদ: ০৯:৩৯ am ২৭-০২-২০১৮
 
 
 


শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় নিদাহাস ট্রফিকে সামনে রেখে আপাতত প্রধান কোচ বানিয়ে দেওয়া হয়েছে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে। সেইসঙ্গে চোট কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে, মাশরাফি বিন মুর্তজাকে ফেরানোর চেষ্টা করেও ফেরাতে পারেনি বিসিবি। সোমবার ১৬ সদস্যের দল ঘোষণার সময়ই মাশরাফির ব্যাপারটা নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। সাকিবের সঙ্গে সঙ্গে ফিরেছেন তাসকিন আহমেদ, আবু হায়দার, নুরুল হাসান, মেহেদী হাসান ও ইমরুল কায়েস। দলে সাকিব থাকলেও সব ম্যাচে তাকে পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। এক বাঁ দুই ম্যাচে তাঁকে দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে অন্যান্য ম্যাচে মাহমুদউল্লাহর কাঁধেই থাকবে দলের নেতৃত্ব। 

বাংলাদেশ দল: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হাসান, আবু হায়দার, নুরুল হাসান, আবু জায়েদ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT