প্রথম ম্যাচে রেকর্ড রান তাড়া করে ৬ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। তাও লঙ্কানদের মাটিতে। ৩১৭ রানের টার্গেট, ১৪ বল হাতে থাকতেই লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নেন মেন্ডিসরা। শ্রীলঙ্কার মাটিতে তিনশোর বেশি রান তাড়া করে এটিই তাদের প্রথম জয়। গলে টস জিতে, ব্যাট করতে নেমে শুরুতেই ফেরেন ডিকওয়েলা। হাল ধরেন গুনাথিলাকা ও কুশাল মেন্ডিস। ৬০ রান করেন গুনাথিলাকা। মেন্ডিস করেন ৮৬। পরে উপুল থারাঙ্গার অপরাজিত ৭৯ রানে, ৩০০ পার করে স্বাগতিকরা। জবাবে, ৪৬ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। তৃতীয় উইকেট জুটিতে ১৬১ রান তোলেন সোলোমন মিরে ও শন উইলিয়ামস। মিরে, ১১২ আর উইলিয়ামস করেন ৬৫ রান। শেষ দিকে সিকান্দার রাজার ৬৭ রানে ঐতিহাসিক জয় পায় জিম্বাবুয়ে।