আরও সহজ হলো ভারতের ভিসা প্রক্রিয়া। এখন থেকে কোনো রকম অগ্রিম টিকিট কিংবা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভিসার জন্য আবেদন করা যাবে। আর এর ফলে দেশটির ভিসাপ্রার্থীদের ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার থেকে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় পরীক্ষামূলকভাবে এ পদ্ধতিতে ভিসা কার্যক্রম চালু করেছে। আগামী ১৫ দিন এই প্রক্রিয়ায় ভিসা দেওয়া হবে। এতে আশানুরূপ ফল পাওয়া গেলে সারা দেশেই স্থায়ীভাবে এই প্রক্রিয়ায় ভিসা দেওয়া হবে। এর আগে ভিসা প্রাপ্তির ভোগান্তি দূর করতে অগ্রিম বাস, ট্রেন কিংবা বিমান টিকিটের মাধ্যমে ভিসা দেওয়া শুরু করেছিল সহকারী হাইকমিশনার দপ্তর। পরে কোনো রকম টিকিট ছাড়াই নারীদের ভিসা দেওয়া শুরু করে। অতঃপর রোববার থেকে নারী-পুরুষ সবার জন্য ওই কার্যক্রম উন্মুক্ত করা হলো।