শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
লেভান্তের বিপক্ষে প্রত্যাশিত সহজ জয় পেয়েছে লুইস এনরিকের বার্সেলোনা
প্রকাশ: ০৯:৩৭ am ০৮-০১-২০১৮ হালনাগাদ: ০৯:৪৫ am ০৮-০১-২০১৮
 
 
 


২০১৮ সালের প্রথম ম্যাচে লা লিগায় আরেকটি মাইলফলক ছোঁয়ার ম্যাচে বল পায়ে জাদু দেখালেন লিওনেল মেসি। গোলমুখে দুর্দান্ত ছিলেন লুইস সুয়ারেজ। এই দুয়ের সম্মিলনে রোববার রাতে দুর্বল লেভান্তের বিপক্ষে প্রত্যাশিত সহজ জয় পেয়েছে লুইস এনরিকের বার্সেলোনা।

রোববার (৭ জানুয়ারি) কাম্প নউয়ে স্থানীয় সময় বিকেলে শুরু হওয়া ম্যাচে প্রতিপক্ষ লিগে ১৬ নম্বরে থাকা লেভান্তের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা।  মেসি-সুয়ারেজে ছাড়া অন্য গোলটি করেছেন পাওলিনিয়োর। ১৮ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ৪৮। ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। এই গোলের সুবাদে এবারের লিগে সর্বোচ্চ ১৬ গোল করলেন মেসি। লা লিগায় বার্সেলোনার জার্সিতে ৪০০ ম্যাচ খেলে ৩৬৫ গোল করলেন আর্জেন্টিনাইন অধিনায়ক।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT