শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
সাকিবের নৈপুণ্যে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল জ্যামাইকা তালাওয়াস
প্রকাশ: ১০:৩৪ am ০৮-০৮-২০১৭ হালনাগাদ: ১০:৩৫ am ০৮-০৮-২০১৭
 
 
 


সাকিব আল হাসানের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে দ্বিতীয় ম্যাচে বার্বাডোস ট্রিডেন্টসের বিপক্ষে সোমবার রাতে ১২ রানের জয় তুলে নিল ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের প্রথম ম্যাচে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে সাকিব আল হাসান খুব একটা সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে জ্বলে উঠেন তিনি। বাংলাদেশের সাকিব আল হাসান ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ৩২বলে ৫টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৪ রান করেন। এরপর বল হাতেও তুলে নিয়েছেন মূল্যবান ১টি উইকেট। তাই বার্বাডোজ ট্রাইডেন্টসকে হারাতে মোটেও বেগ পেতে হয়নি জ্যামাইকাকে।   ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করে জ্যামাইকা। দলের পক্ষে আন্দ্রে ম্যাককার্থি সর্বোচ্চ ৬০ রান করেন।   ১৫৫ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে এসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৪২ রানে অলআউট হয়ে যায় বার্বাডোজ। সাকিব ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে তুলে নেন মূল্যবান ১টি উইকেট।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT