আট বছর আগে ‘ওম শান্তি ওম’ ছবির টাইটেল গানে শাহরুখ খানের সঙ্গে অংশ নিয়েছিলেন সালমান খান। এবার আবারো তাদের একসঙ্গে দেখা যেতে পারে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খানের পরবর্তী ছবি ‘টিউবলাইট’ ছবিতে একটি ক্যামিও রোলে দেখা যেতে পারে শাহরুখ খানকে।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা টুইটারে জানিয়েছেন, খবরটা সত্যি। শাহরুখ খান সালমান খানের ‘টিউবলাইট’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে দেখা যাবে।
এর আগে অবশ্য এই নিয়ে গুঞ্জন শোনা গেলেও সালমান ও শাহরুখ মুখে কুলুপ এঁটে ছিলেন।
তবে শাহরুখের চরিত্রে কি হবে সেটি এখনো জানা যায়নি। তিনি কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন বলেই ধারণা করা হচ্ছে।
ক্যারিয়ার জীবনে এখন পর্যন্ত একসঙ্গে তিনটি ছবিতে কাজ করেছেন দুই খান। এগুলো হলো- ‘করণ অর্জুন’ (১৯৯৫), ‘কুচ কুচ হোতা হ্যায়’ (১৯৯৮) ও ‘হাম তুমহারে হ্যায় সানাম’ (২০০৮)।