চীনের তাইপেতে ইয়েনদার টুর্নামেন্ট প্লেয়ার চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালোই করেছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা বাংলাদেশের স্বনামধন্য গলফ খেলোয়াড় সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ড শেষে যৌথভাবে দ্বাদশ স্থানে অবস্থান করছেন তিনি। বৃহস্পতিবার (০৫ অক্টোম্বর) তাইপের লিংকো ইন্টারন্যাশনাল গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে ২ শট কম খেলে ৯ জনের সঙ্গে যৌথভাবে দ্বাদশ স্থানে আছেন সিদ্দিকুর। ৫ লাখ ডলার প্রাইজমানির এই আসরে পারের চেয়ে পাঁচ শট কম খেলে যৌথভাবে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের পেরাদোল পানিয়াথানাসেধ ও যুক্তরাষ্ট্রের জোহানেস ভিরম্যান।