রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্র চোখে আঘাত পাওয়া সিদ্দিকুর রহমানকে ভারতে নিয়ে যাওয়া হলো । চোখের উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয় । বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১টায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় । দুপুর ১টার তাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যায়। গত ২০ জুলাই রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে ঢাবি অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ করে পুলিশ। একপর্যায়ে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয় শিক্ষার্থীদের ওপর। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের আঘাতে সিদ্দিকুর রহমানের দুই চোখ আহত হয়।