জেলার সীতাকুণ্ডের প্রেমতলা চৌধুরীপাড়া এলাকায় ‘ছায়ানীড়’ নামের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘অ্যাসল্ট সিক্সটিন’ নামে এ অভিযান শুরু করে।
এর আগে বুধবার দুপুর থেকে বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ।
বৃহস্পতিবার অভিযান শুরুর পরপরই বাড়ির ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে। এতে দুইজন সোয়াট সদস্য আহত হয়েছেন। সকাল সাড়ে ৬টার দিকে সেখানে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছায়।
আহত সোয়াট সদস্যদের প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সেখান থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়।
সকাল ৮টার দিকে বাড়িটিতে আটকে পড়া বাসিন্দাদের বের করার জন্য ভবনের পেছনের একটি জানালার গ্রিল কাটা শুরু করেন ফায়ার সার্ভিস সদস্যরা। সর্বশেষ পাওয়া খবর অনুয়ায়ী চারজনকে উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ৩টা থেকে বাড়িটি ঘিরে রেখেছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত ১১টা পর্যন্ত বাড়ির ভেতর থেকে তিন দফায় পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করে জঙ্গিরা।
পুলিশও জঙ্গি আস্তানা লক্ষ্য করে কয়েক দফা গুলি ছোড়ে।
সীতাকুণ্ড পৌর এলাকার একজন বাড়িমালিক বুধবার পৌরসভার আমিরাবাদ এলাকায় তার দোতলা বাড়িতে পুলিশকে ডেকে আনেন। বাড়ির ভাড়াটে জঙ্গি তৎপরতায় জড়িত এমন সন্দেহের কথা জানালে পুলিশ বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট থেকে তিনটি গ্রেনেড, একটি সুইসাইড ভেস্ট (আত্মঘাতী হামলার জন্য বোমার তৈরি বেল্ট), পিস্তল, বুলেট, বোমা তৈরির বিপুল সরঞ্জামসহ গ্রেপ্তার করে দম্পতিকে। তাদের সঙ্গে দুই মাসের একটি শিশুও রয়েছে।
ওই দম্পতির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই প্রেমতলা চৌধুরীপাড়া এলাকার ছায়ানীড় বাড়িতে অভিযানে যায় পুলিশ।