রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
সোমবার স্বাধীনতা ঘোষণা করবে কাতালুনিয়া
প্রকাশ: ১০:২৯ am ০৫-১০-২০১৭ হালনাগাদ: ১০:৩১ am ০৫-১০-২০১৭
 
 
 


স্পেন থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে যাচ্ছে কাতালুনিয়া আগামী ৯ অক্টোবর (সোমবার)। স্থানীয় সরকারের বরাতে আজ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কাতালুনিয়ার স্থানীয় পার্লামেন্টে সোমবার স্বাধীনতা ইস্যুতে বিতর্কের আহ্বান জানানো হয়েছে। একই সাথে পার্লামেন্টে এ নিয়ে ভোটাভুটি হবে। এই পার্লামেন্টে স্বাধীনতাপন্থীরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ধারণা করা হচ্ছে ভোটের ফলাফল সদ্য অনুষ্ঠিত গণভোটের রায়ের প্রতিফলন ঘটবে। গত রোববারের গণভোটে ৯০ শতাংশ কাতালুনিয়ান স্বাধীনতার পক্ষে মত দেন।

গণভোটের পর গতকাল মঙ্গলবার প্রথম সাক্ষাৎকারে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চলটির নেতা কার্লস পোয়েগডেমন বলেছিলেন, চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই নতুন সরকার গঠন করা হতে পারে।

স্পেনের বর্তমান সরকার যদি এখন আঞ্চলিক সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বা কাতালোনিয়ার স্বাধীনতার উদ্যোগে বাধা দেয়, তাহলে কী হবে? এমন প্রশ্নের জবাবে কাতালান নেতা বলেন, পরিস্থিতি বদলে গেছে। এমন ভুল সব বদলে দেবে। তিনি বলেন, এখন মাদ্রিদ সরকারের সঙ্গে কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের কোনো সম্পর্ক নেই।

এ সময় ইউরোপীয় কমিশনের দেওয়া বক্তব্যে অসম্মতি প্রকাশ করেন পোয়েগডেমন। গত সোমবার ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে জানায়, কাতালোনিয়া স্পেনের অভ্যন্তরীণ বিষয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT