সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১১ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
কাতালুনিয়ার পার্লামেন্ট স্বাধীনতা ঘোষণা করেছে
প্রকাশ: ০৯:১৯ am ২৮-১০-২০১৭ হালনাগাদ: ০৯:২২ am ২৮-১০-২০১৭
 
 
 


স্পেন থেকে পুরোপুরি পৃথক হতে কাতালুনিয়ার পার্লামেন্ট স্বাধীনতা ঘোষণা করেছে। গত কয়েক মাস ধরে টানাপড়েনের পর শুক্রবার (২৭ অক্টোবর) কাতালুনিয়ার আঞ্চলিক পার্লামেন্টে স্বাধীনতার প্রশ্নে ভোটাভুটিতে স্বাধীনতা ঘোষণার সিদ্ধান্ত হয়। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় কাতালুনিয়ায় প্রত্যক্ষ শাসন জারির কথা বলার কয়েক ঘন্টার মধ্যেই কাতালান পার্লামেন্ট স্বাধীনতা ঘোষণার পক্ষে রায় দিল। স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব পাস হলে পার্লামেন্টের বাইরে উপস্থিত হাজার হাজার জনতা উল্লাসে ফেটে পড়ে। বিবিসির খবরে বলা হয়, কাতালুনিয়া আঞ্চলিক পার্লামেন্টে স্বাধীনতার পক্ষে ৭০ ভোট পড়ে। বিপক্ষে পড়ে ১০ ভোট। পার্লামেন্টের বিরোধী দল এই ভোট বর্জন করে। এদিকে কাতালুনিয়ার পার্লামেন্ট স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর এতদিনের স্বায়ত্তশাসিত ওই অঞ্চলে কেন্দ্রের শাসন জারি করেছে স্পেন সরকার। উল্লেখ্য, ৭৫ লাখ মানুষের বসবাস স্পেনের বিত্তশালী অঞ্চল কাতালুনিয়ায়। নিজস্ব ভাষা ও সংস্কৃতির অধিকারী এ অঞ্চলটির রাজধানী বার্সেলোনা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT