সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে দুর্নীতির মামলায় রায় ঘোষণা করবেন আদালত। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে এ রায় ঘোষণা করার কথা রয়েছে । গত ২২ আগস্ট মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এই দিন ধার্য করেন। রানার আইনজীবী এম ফারুখ আহম্মেদ এনটিভি অনলাইনকে জানান, কাল সকাল সাড়ে ১০টার পর এ মামলার রায় ঘোষণা করা হবে। আদালতে রায় ঘোষণার সময় সোহেল রানাকে কারাগারে থেকে আদালতে হাজির করা হবে। মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২২ মে সোহেল রানা, তার স্ত্রী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নিজ নামে-বেনামে অর্জিত সব স্থাবর ও অস্থাবর সম্পদসহ দায়-দেনার যাবতীয় হিসাব বিবরণী দাখিল করতে নোটিশ জারি করে দুদক। ওই সময় রানা কাশিমপুর কারাগারে থাকায় তাঁর নামে নোটিশ জারি হয়নি। পরে ২০১৫ সালের ১ এপ্রিল কাশিমপুর কারাগারে নোটিশ জারি করে দুদক। পরে ২০১৩ সালের ২ এপ্রিল জেল সুপার নোটিশটি সোহেল রানার কাছে পৌঁছায়। কিন্তু পরবর্তী সময়ে সম্পদ বিবরণীর ফরম পূরণ না করায় ২০১৫ সালের ২০ মে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম রমনা থানায় রানার বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ২০১৬ সালের ১ জুন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম রানার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।