মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
২৮ আগস্ট পোশাক কারখানাগুলোতে ঈদের ছুটি শুরু
প্রকাশ: ০১:৫৬ pm ২০-০৮-২০১৭ হালনাগাদ: ০৯:৩৮ am ২১-০৮-২০১৭
 
 
 


আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে দেশের পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘ছুটি শুরু হওয়ার  আগেই শ্রমিকদের বেতন ও বোনাস সব বুঝিয়ে দেওয়া হবে বলে ব্যবসায়ী নেতারা আমাদের জানিয়েছেন।’

রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় ও প্রাসঙ্গিক’ শীর্ষক এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- আইজি শহিদুল হক, র‌্যাবের ডিজি, বিজিবিরি ডিজি, আনসারের জিডি, কোস্ট গার্ডের ডিজি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এবং ব্যবসায়ী সংগঠনের নেতারা।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘শিল্পাঞ্চলে ৯৫টি ফায়র সার্ভিস দল সার্বক্ষণিত সতর্ক অবস্থায় থাকবে এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সতর্ক অবস্থানে থাকবে।’

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT