সোমবার বিকেলে রাজধানীর মহাখালীতে আই.সি.ডি.ডি.আর-বি'র মিলনায়তনে 'নারী পোশাক শ্রমিকদের ওপর স্বামীর নির্যাতন' শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।বাংলাদেশে বর্তমানে ৫৪ শতাংশ নারী স্বামী দ্বারা নির্যাতনের শিকার হন। এই হার নারী পোশাক শ্রমিকদের মধ্যে তুলনামূলক বেশি। আই.সি.ডি.ডি.আর-বি'র একটি গবেষণা প্রকল্পের প্রাথমিক জরিপে উঠে এসেছে এমন তথ্য।
দেশে ৮শ' পোশাক শ্রমিকের ওপর ১ বছর ধরে এই গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে বলা হয়, বর্তমানে ৫৪ শতাংশ নারী তার স্বামী দ্বারা কখনও যৌন, কখনও অর্থনৈতিক আবার কখনও শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়।
নির্যাতিত প্রায় ৪০ শতাংশ নারী পোশাক শ্রমিকদের মধ্যে বিষণ্ণতার উপসর্গ রয়েছে। যা তাদের কর্মক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে। নির্যাতন বন্ধে নারীর কর্মক্ষেত্র বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে বলেও প্রতিবেদনে তুলে ধরা হয়।