ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে ২৯ জানুয়ারি সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়াও আগামী ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক সংহতি সভা ও ২৮ জানুয়ারি সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রজোট। প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন বলেন, ছাত্রলীগ আন্দোলনকারীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও শাস্তি দাবি করি। বুধবারও দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় বলে জানান ছাত্রজোটের নেতারা।