শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
৩-০ গোলে জিতেছে জুভেন্টাস
প্রকাশ: ০১:১৭ pm ২০-০৮-২০১৭ হালনাগাদ: ০১:২৮ pm ২০-০৮-২০১৭
 
 
 


মৌসুমটায় দাপট দেখিয়ে কাটিয়ে দিচ্ছেন জিয়ানলুইজি বুফন। কিছুদিন আগেই উয়েফা- ফিফার সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। বয়সে বুড়িয়ে গেলেও মাঠের পারফরম্যান্সে এখনও চির তরুণ ইতালীয় কিংবদন্তি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে জুভেন্টাসের রক্ষণে ছিলেন অতন্দ্রপ্রহরী। সেই বুফনই মৌসুমের শুরুর সিরি আ’তে  দেখা দিলেন আগের রূপে! শনিবার সিরি’তে প্রথমবারের মতো ব্যবহার হয়েছিল ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি। সেই সুবাদে পেনাল্টি পেয়েছিল কাগলিয়ারি। সামনে তখন দাঁড়িয়েছিলেন বুফন। অতন্দ্রপ্রহরীর মতোই নিরাপত্তার কাজটি সুক্ষভাবে সামলেছেন।ঠেকিয়ে দিয়েছেন প্রতিপক্ষের আগুনে শট।

আর ওই ম্যাচেই ৩-০ গোলে জিতেছে জুভেন্টাস। লিগে ৬২০তম ম্যাচে মাঠে নেমেছিলেন বুফন। ম্যাচটিতে একটি করে গোল করেন মানজুকিচ (১২ মিনিট), দিবালা (৪৫+১ মি) ও হিগুয়েইন (৬৬ মিনিট)। এ জয়ের মধ্য দিয়ে উড়ন্ত সূচনাই করলো ইতালীয় জায়ান্টরা। এবার শিরোপা জিতলে টানা সপ্তমবারের মতো শিরোপা ঘরে তুলবে জুভেন্টাস।

অপর দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটির কাছে হারের লজ্জা পেয়েছে আর্সেনাল। সিটির কাছে ১-০ গোলে হেরেছে গানাররা। তবে এই ম্যাচে পেনাল্টি আর গোল দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে একমাত্র গোলটিই আসে হেসে রদ্রিগেসের পা থেকে।  

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT