৮ হাজার টাকা দিয়েও কাজের লোক পাচ্ছেন না আলোচিত-সমালোচিত মডেল নায়লা নাঈম। আর এজন্য দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। নায়লা নাঈম বলেন, বাংলাদেশে নাকি না খেয়ে লোক মরে, কিন্তু আমি ৮ হাজার টাকা দিয়েও বাসার জন্য কাজের লোক পাচ্ছি না।
নায়লা জানান, বাসার টুকটাক কাজের জন্য কিছুদিন ধরেই একজন কাজের লোক খুঁজছি, কিন্তু দুর্ভাগ্য কোনো লোকই পাওয়া যাচ্ছে না। তারমানে দেশে এখন অভাব নেই। অথচ রাস্তায় বেরোলেই অনেক ভিক্ষুক এসে ভিক্ষা চান। মানুষ যে কাজ করতে কেন আগ্রহী না বুঝি না।
নায়লা বলেন, আমার বাসায় কাজ বলতে তেমন কিছু নেই। বাসার সদস্যও সংখ্যাও একেবারে কম। টুকটাক কাজ করার জন্য একজন লোক দরকার ছিল। কিন্তু বিভিন্ন জায়গা বলার পরেও কোনো লোক পাইনি।
নায়লা নাঈম পেশায় একজন দন্তচিকিৎসক হলেও বিনোদন কর্মজীবনে তার পদার্পন ঘটে মডেলিংয়ের মাধ্যমে। প্রাথমিকভাবে একজন শোবিজরে জগতের একজন র্যাম্প মডেল হিসেবে তার বিনোদোন কর্মজীবনের শুরু। ২০০৯ সালে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে অলোচনায় আসেন। একজন ফ্যাশন মডেল হিসেবে, পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এছাড়া তিনি দেশি-বিদেশি বিভিন্ন পোষাক পণ্যের মডেল হয়েছেন।