বলিউড অভিনেতা বিনোদ খান্না মারা গেছেন।
জনপ্রিয় এই অভিনেতা ক্যানসারে আক্রান্ত ছিলেন, তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি।
দীর্ঘদিন ধরেই মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন ‘অমর আকবর অ্যান্থনি’খ্যাত এই তারকা। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন বিনোদ। কিংবদন্তি এই তারকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
১৯৪৬ সালের ৬ অক্টোবর একটি পাঞ্জাব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বলিউডের এই অভিনেতা। ১৯৬৮ সালে ‘মন কা মিত’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন বিনোদন। এরপর ‘মেরে আপনে’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘গাদ্দার’, ‘জেল যাত্রা’, ‘ইনকার’, ‘কাচ্চে ধাগে’, ‘রাজপুত’, ‘কুরবানি’, ‘কুদরত’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘দাবাং’, ‘দাবাং টু’, ‘দিলওয়ালে’, ‘দয়াবান’ ও ‘কারনামা’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ ৪৫ বছরের ক্যারিয়ারে ১৪১টি ছবিতে অভিনয় করেছেন তিনি।
‘হাত কি সাফাই’ ছবিতে অভিনয়ের সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন তিনি। এছাড়া ১৯৯৯ সালে ফিল্মফেয়ারে আজীবন সম্মাননা দেওয়া হয় তাকে। আবার ২০০৭ সালে জি সিনে অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা দেওয়া হয় তাকে।