আজ অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মাঠে নামছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় পৌনে ১টায় বার্নাব্যুতে শুরু হবে ম্যাচটি। রোনালদোর ফেরায় দারুণ উজ্জীবিত রিয়াল শিবির। কোচ জিদান তো বলেই দিয়েছেন, ‘রোনালদো পুরোপুরি প্রস্তুত রিয়ালের হয়ে মাঠে নামার জন্য।’
প্রতিপক্ষ সাইপ্রাসের অ্যাপোয়েল নিকোসিয়া। রিয়াল মাদ্রিদের সামনে বড় চ্যালেঞ্জ বলা যায় না। তার ওপর ম্যাচটা ঘরের মাঠ, বার্নাব্যুতে। অ্যাপোয়েল নিকোসিয়ার চেয়ে মাদ্রিদে বরং আলোচনার কেন্দ্রে ক্রিশ্চিয়ানোর রোনালদো। আদালতের তার শুনানি ঘিরে। শুনানি অনুষ্ঠিত হয়েছিল আগেই।
মঙ্গলবার সেই শুনানির ভিডিও ফুটেজ ইউটিউবে আপলোড হয়ে যায়। সেখানে রোনালদোর একটি বক্তব্য ঘিরে শুরু হয়ে যায় জল্পনা। ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তরা আবার ওই অংশটি দেখে এখনও আশা রাখতে পারেন। যদি ভবিষ্যতে আয়কর সংক্রান্ত ঝামেলা এড়াতে ফের ওল্ড ট্র্যাফোর্ডে ঢুকে পড়েন সিআর সেভেন! ফের জল্পনা শুরু হয়েছে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে যাবেন কি না।
বুধবারের অন্য ম্যাচগুলোতে নেমে পড়ছে ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুল, টটেনহ্যাম, বরুসিয়া ডর্টমুন্ডের মতো টিম; কিন্তু খাতায় কলমে সবচেয়ে ঝলমলে অবশ্যই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর সেই মাদ্রিদেই আলোচনার কেন্দ্রে রোনালদো। আদালতে কী বলেছিলেন রোনালদো? ফুটেজে দেখা গিয়েছে একটা বাক্য শুরু করে মাঝপথে থেমে কথা ঘুরিয়ে দিচ্ছেন। পুরো কথাবার্তাই হয়েছে স্প্যানিশে। বক্তব্যটি ছিল এ রকম , ‘আমাকে ইংল্যান্ডে আয়কর নিয়ে কোনও সমস্যায় পড়তে হয়নি। কখনওই না। সে জন্যই আমি ...না আমি এটা বলতে যাচ্ছিলাম না যে আমি ইংল্যান্ডে ফিরে যেতে চাই৷ ’
আদালতে রোনালদো যেমন বিরক্ত ছিলেন, তাকে ছাড়া তার দলও দারুণ অস্বস্তিতে লা লিগায়। সেখানে বুধবার ফের রোনালদোকে দলে পাওয়া বাড়তি তাগিদ জোগাবে ক্রুস-বেলদের। রোনালদো ছাড়া রিয়াল মাদ্রিদ লা লিগায় একটা ম্যাচ জিতলেও দু’টো ড্র করে বসে আছে। দু’টোই আবার ঘরের মাঠে। মার্কো আসেনসিও এ সময়ে তিনটি গোল করেছেন; কিন্তু সব মিলিয়ে জিনেদিন জিদানের দলকে খুব আত্মবিশ্বাসী দেখায়নি।
কোচ জিদান দলের ভুলের কথা স্বীকার করলেও, খুব বড় করে দেখছেন না সমস্যা। ম্যাচের আগের দিন বার্নব্যুতে সরকারি সংবাদ সম্মেলনে ফরাসি তারকা কোচের মন্তব্য, ‘উন্নতি করতে গেলে কিছু ভুল করতে হবেই। সেটা ফুটবলেরই অঙ্গ। আমাদের শুধু সতর্ক থাকতে হবে, এই ভুল যেন বেশি না হয়।’
চ্যাম্পিয়ন হিসেবে দুর্বল দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগেও জিদানের মুখে খিদের কথা। বলেছেন, ‘আমরা জেতার খিদে নিয়েই নামছি এই টুর্নামেন্টে। আমরা যাদের বিরুদ্ধে খেলব ওরাও অনেক উদ্বুদ্ধ হয়ে আসবে। দেখা যাক , ম্যাচটা কী রকম হয়।’
রোনালদো দলে ঢুকলেও জিদান সাফ জানিয়ে দিয়েছেন, বেনজেমাকে পাচ্ছেন না। আসেনসিওর চোটের দিকে নজর রাখবেন ম্যাচের দিন সকাল পর্যন্ত। ভারানে সুস্থ।