গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই কিশোরীর মামাকে আটক করা হয়েছে। এদিকে মামলা করায় ঘরছাড়া হতে হয়েছে ওই কিশোরীর পরিবারকে।
গত রোববার দিবাগত রাতে হুমায়ুন কবির (৩০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি শ্রীপুর উপজেলার বাসিন্দা। হুমায়ুন কবির একজন তৈরি পোশাককর্মী।
কিশোরীর স্বজনরা জানিয়েছেন, ওই কিশোরী এখন আট মাসের অন্তঃসত্ত্বা। স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত ওই কিশোরী।
কিশোরীর বাবা একজন প্রতিবন্ধী। পরিবার নিয়ে ওই কিশোরী তার নানার বাড়িতে থাকত। স্বজনদের অভিযোগ, বছরখানেক ধরে ওই কিশোরী ধর্ষণের শিকার হচ্ছে। এ ঘটনার সঙ্গে হুমায়ুন কবির ও তাঁর খালাতো ভাই আমানুল্লাহর জড়িত থাকার অভিযোগ ওঠে।
এ ঘটনায় আমানুল্লাহকে আসামি করে গত ২১ সেপ্টেম্বর শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর স্বজনরা। তবে মামলার তদন্তকালে কিশোরীকে ধর্ষণের ঘটনার সঙ্গে কিশোরীর মামা হুমায়ুন কবিরের সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ।
এদিকে হুমায়ুনকে আটকের পর তাঁর বাবা ওই কিশোরীর মাকে আটকে রেখে বাবা ও ভাইসহ ওই কিশোরীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।