রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফাকে শপথ পড়ান। এরপর স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান। উল্লেখ্য গত ২১ ডিসেম্বর রসিকে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে জয়ী হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তাফা। দ্বিতীয় অবস্থানে ছিলেন আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু, তিনি পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। এই নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা পান ৩৫ হাজার ১৩৬ ভোট।