সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১১ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
সিয়েরা লিয়ন এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, ৪০০ জনের নিহত
প্রকাশ: ০৩:৩৮ pm ১৬-০৮-২০১৭ হালনাগাদ: ০৩:৪০ pm ১৬-০৮-২০১৭
 
 
 


বন্যা এবং ভয়াবহ ভূমিধসে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিয়নের রাজধানী ফ্রিটাউন এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বন্যা এবং ভূমিধসে এখন পর্যন্ত কমপক্ষে ৬০০ মানুষ নিখোঁজ রয়েছে। সোমবারের (১৪ আগস্ট) ভূমিধসে ৪০০ জনের নিহতের খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। সিয়েরা লিয়নের প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমা জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে বলেছেন, পুরো দেশ তলিয়ে গিয়েছে। রেডক্রস স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করে জানিয়েছে, জীবিতদের উদ্ধার করাটা আসলে এখন সময়ের বিরুদ্ধে দৌড়ের মতো। প্রেসিডেন্টের মুখপাত্র আবদুলাই বারায়তে বার্তাসংস্থা বিবিসিকে জানিয়েছে, এখনও কাদামাটি এবং ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতাল মর্গে স্থান সংকট কমাতে বুধবার (১৬ আগস্ট) মৃতদের গণকবর দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরো জানান, এ ঘটনায় পুরো দেশবাসী শোকাহত। জাতিসংঘ থেকে জানানো হয়েছে, সেখানে অবস্থিত টিমকে সতর্ক করে দেয়া হয়েছে এবং তারা উদ্ধারকারী দলকে সাহায্য করছে। বন্যা পরবর্তী অবস্থার জন্যও সকলকে সতর্ক করে দেয়া হয়েছে। বন্যা কবলিত এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষদের সরে যেতে বলা হয়েছে। সিয়েরা লিয়নের উপকূলীয় শহরে বন্যা কোনো অপরিচিত ঘটনা নয়। প্রায় প্রতি বছরই এখানে কয়েক মাসের বৃষ্টিতে দেখা দেয় বন্যা। সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT