শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
'বাহবা' জানাতে কুণ্ঠাবোধ করেননি স্টিভেন স্মিথ
প্রকাশ: ১২:১১ pm ৩১-০৮-২০১৭ হালনাগাদ: ০১:২৫ pm ৩১-০৮-২০১৭
 
 
 


বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে র‌্যাংকিংয়ে পাঁচে নেমে গেল অস্ট্রেলিয়া। এতে স্বভাবতই কিছুটা ভেঙে পড়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। এদিকে, দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে এ রকম জয়ে বাংলাদেশ দলকে 'বাহবা' জানাতে কুণ্ঠাবোধ করেননি অজি অধিনায়ক। গতকাল (বুধবার) মিরপুরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খেলার আদ্যপান্ত নিয়ে কথা বলেন স্টিভেন স্মিথ। সেখানে বাংলাদেশের 'সাফাই' গেয়েছেন তিনি। স্মিথ বলেন, 'গত দু'বছরে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। নিজেদের মাঠে ওরা বিপজ্জনক দল।' এ সময় সাকিব-তামিমদের প্রশংসা করতেও ভুল করেননি স্মিথ। তিনি বলেন, 'বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে। টপঅর্ডারে তামিম ইকবাল আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। সাকিবও প্রথম ইনিংসে ভালো ব্যাট করেছে, পাশাপাশি দুই ইনিংসেই ভালো বোলিং করেছে।'

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT