অনেক গুঞ্জনের পর অবশেষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন এবি ডি ভিলিয়ার্স। এর আগে বেশ কিছু দিন ধরেই টেস্ট ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। এর মধ্যেই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল (বুধবার) দেয়া এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী ডি ভিলিয়ার্স। এতে তিনি আরও বলেন, 'গত এক বছরে আমাকে নিয়ে অনেক কিছুই বলা ও লেখা হয়েছে। আমি মনে করছি আমার অবস্থান পরিষ্কার করার জন্য এটইি যথার্থ সময়।' প্রসঙ্গত, গত ছয় বছর ধরে প্রোটিয়াদের ওয়ানডে দলের নেতৃত্ব দিয়ে আসছেন ডি ভিলিয়ার্স। তবে গত এক বছর যাবত টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। অবশেষে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার সঙ্গে সঙ্গে ক্রিকেটের তিন ফর্মেটেই আবারও খেলার ঘোষণা দিয়েছেন এই মারমুখী ব্যাটসম্যান।