শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
অবশেষে ঢাকায় পা রাখল অস্ট্রেলিয়া ক্রিকেট দল
প্রকাশ: ১০:৪২ am ১৯-০৮-২০১৭ হালনাগাদ: ১০:৪৩ am ১৯-০৮-২০১৭
 
 
 


দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৮ আগষ্ট শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া দল। দফায় দফায় সফর বাতিল ও পেছানোর পর অবশেষে ঢাকায় পা রাখল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়া দল বাংলাদেশ আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় সাধারণ গাড়ি ও মানুষের চলাচল সীমিত করে দেয়া হয়েছে। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা বাহিনীর লোকজনই বেশি চোখে পড়ছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় স্মিথ বাহিনী। খেলোয়াড়, কোচসহ ৩০ সদস্যের দল আজ ঢাকায় আসে। এর আগে, গত ১৫ তারিখ এসে পৌঁছেছে অজীদের নিরাপত্তা প্রতিনিধি দল। বিমান থেকে নেমে ওয়ার্নাররা ভিআইপি গেটে আগে থেকে অবস্থান করা বাসে ওঠেন। তারপর আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় তাদের বিমানবন্দর এলাকা থেকে নিয়ে যাওয়া হয়। স্মিথদের নিয়ে যাওয়া হয় পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে। ঢাকায় অবস্থানকালে অজী দল এখানেই থাকবেন। প্রসঙ্গত, দুটি টেস্ট ও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে মোট তিন সপ্তাহের সফরে আজ ঢাকায় আসলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT