ঢাকা টেস্টে বাংলাদেশের দেওয়া ২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া। সোমবার (২৮ আগস্ট) নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪৫ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ আগস্ট) ৮৮ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করে স্বাগতিকরা। ৭৯ ওভার ৩ বলে সবগুলো উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ২২১ রান। ফলে ২৬৪ রানের লিড পায় টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ১০৯ রান। ব্যাট করছেন ডিভিড ওয়ার্নার (৭৫) ও স্টিভেন স্মিথ (২৫)। দিন শেষ হওয়ার মাত্র দুই ওভার আগে সোমবার ওপেনার সৌম্য সরকার আউট না হলে মঙ্গলবার পুরো ১০ উইকেট নিয়েই খেলতে পারত টাইগাররা। তবে ধৈর্য্যের পরিচয় দিয়ে তামিম অপরাজিত থাকেন ৩০ রানে। তার সঙ্গে নাইটওয়াচম্যান হিসেবে ৯ বল মোকাবেলা করলেও কোনো রান না করে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর মিরাজের দারুণ ব্যাটিংয়ে আড়াইশ ছাড়ানো পুঁজি পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ২২১ রানে। অস্ট্রেলিয়ার লক্ষ্য ২৬৫ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৪টি চারে ২৬ রান করেছেন মিরাজ। ৮৬ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার লায়ন।