অস্ট্রেলিয়া ওপেনে নারীদের ডাবলস বিভাগে প্রথম রাউন্ডে জয় পেলেন সানিয়া মির্জা ও তার চেক পার্টনার বারবারা স্ট্রাইকোভা। ম্যাচের ফলাফল ৬-৩, ৬-১। ব্রিটিস জুটি জসলিন রে-অ্যানা স্মিথকে স্ট্রেট সেটে উড়িয়ে দেন তারা।
এই ম্যাচটি কাঁটায় কাঁটায় একঘণ্টা ধরে চলে। প্রথম রাউন্ডে হালকাভাবে খেললেও, দ্বিতীয় রাউন্ডে সানিয়া-বারবারা জুটির সামনে কার্যত দাঁড়াতে পারেনি ব্রিটিশ জুটি।
প্রথম রাউন্ডে আরও একটা ম্যাচ খেলা হবে। ম্যাচটি কিম্বার্লি বিরেল-প্রিসিলা হোন এবং সামান্থা স্টোসুর-হুই জাঙ জুটির মধ্যে খেলা হবে। এই জুটির মধ্যে যে জয়লাভ করবে, দ্বিতীয় রাউন্ডে তাদের বিরুদ্ধে মুখোমুখি হবেন সানিয়া-বারবারা।