শ্রীলঙ্কা বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭০ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে বোলিং করতে নেমে শ্রীলঙ্কাকে ২৮০ রানে আটকায় বাংলাদেশ। শিকার করে লঙ্কানদের নয় উইকেট। তবে বোলিং শেষ করতে গিয়ে নির্ধারিত সময়ের বেশি সময় লাগিয়ে ফেলে বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলাম। একটি ওয়ানডে খেলব না।”
নিষেধাজ্ঞা শুধুই ওয়ানডের জন্যই প্রযোজ্য। তাই টি-২০ খেলতে কোনো বাধা নেই। সূচি অনুযায়ী পরবর্তী ওয়ানডে ১২ মে, আয়ারল্যান্ডের বিপক্ষে। সে ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে হবে অন্য কাউকে।
স্লো ওভার রেটের কারণে শাস্তি মাশরাফির জন্য নতুন অভিজ্ঞতা নয়। ২০১৬ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ও ২০১৬ টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষেও স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছিল মাশরাফিকে।