আইসিসি টুয়েন্টি টুয়েন্টি র্যাংকিংয়ে বোলারদের তালিকায় পঞ্চমস্থানে উঠে এসেছেন বাংলাদেশের কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান। রোববার (১৭ সেপ্টেম্বর) খেলোয়াড়দের সর্বশেষ র্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি। এদিকে এ তালিকায় নবমস্থানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসি ঘোষিত টি-টোয়েন্টির নতুন এই র্যাংকিংয়ের ৬৯৫ রেটিং পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে আছেন রান দেয়ার ক্ষেত্রে কৃপণ ও 'দ্য ফিজ' খ্যাত মুস্তাফিজ। ৭৪২রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের স্পিনার ইমাদ ওয়াসিম আছেন শীর্ষ স্থানে। ভারতের জাসপ্রিন্ত বুমরাহ ৭৩৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির আছেন তৃতীয় স্থানে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৬৪৮ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন।
তবে ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির অল রাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষেই আছেন সাকিব।
টি-টোয়েন্টি বোলিং র্যাংকিং :
১. ইমাদ ওয়াসিম (৭৪২)
২. জাসপ্রিত বুমরাহ (৭৩৭)
৩. ইমরান তাহির (৭১৯)
৪. রশিদ খান (৭১৭)
৫. মুস্তাফিজুর রহমান (৬৯৫)
৫. স্যামুয়েল বদ্রি (৬৯৪)
৭. জেমস ফকনার (৬৮৮)
৮. সুনীল নারাইন (৬৭৬)
৯. সাকিব আল হাসান (৬৪৮)
১০. রবিচন্দ্রন অশ্বিন (৬২৬)