টস-ভাগ্য সত্যিই খুব ভালো যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার। ত্রিদেশীয় সিরিজের আগের তিনটি ম্যাচের মতো আজও কয়েন-যুদ্ধ জিতেছেন বাংলাদেশ অধিনায়ক। এবার তিনি নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
টানা তিনটি ম্যাচ জিতে দাপুটে ভঙ্গিতেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি তাই মাশরাফিদের জন্য সৌজন্য রক্ষার। কিন্তু বাংলাদেশের পারফরম্যান্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের ফাইনাল-ভাগ্য।
বাংলাদেশের বিপক্ষে আজ জিততে পারলে ফাইনালের টিকেট পেয়ে যাবে শ্রীলঙ্কা। অন্যদিকে হেরে গেলে জিম্বাবুয়ের সঙ্গে তাদের বসতে হবে রানরেটের হিসাব নিয়ে। বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে দেয়, তাহলে কপাল খুলতে পারে জিম্বাবুয়ের।