শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
আজ রাতেই দেশ ছেড়ে যাচ্ছে সাকিব আল হাসান
প্রকাশ: ০৫:০৫ pm ২৯-০৭-২০১৭ হালনাগাদ: ০৫:০৭ pm ২৯-০৭-২০১৭
 
 
 


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নিতে শনিবার (২৯ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের আসরেও বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াসের জার্সিতে সিপিএলে অংশ নেবেন তিনি। এবার জ্যামাইকায় সতীর্থ হিসেবে কুমার সাঙ্গাকারা, ইমাদ ওয়াসিম, লেন্ডল সিমন্স, কেসরিক উইলিয়ামস এবং রভম্যান পাওয়েলের মতো ক্রিকেটারদের পাচ্ছেন তিনি। এবার চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব। কেননা ১৫ আগস্ট পর্যন্ত সিপিএলে খেলার অনুমতি পেয়েছেন তিনি। এরপর দেশে ফিরে অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্পে যোগ দেবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সিপিএলে এখন পর্যন্ত ২১ ম্যাচে মাঠে নেমেছেন সাকিব। ২১ ম্যাচ খেলে নিয়েছেন ২৩ উইকেট। এছাড়া ব্যাট হাতে রান করেছেন ১৮২। টুর্নামেন্টের তার সেরা বোলিং ফিগার ৬/৬। সাকিবের চেয়ে এক ম্যাচ বেশি খেলার সুযোগ পাচ্ছেন প্রথমবারের মতো সিপিএল খেলতে যাওয়া মিরাজ। ত্রিনিবাগো নাইট রাইডার্সের জার্সিতে খেলবেন তিনি। ছয় দলের অংশগ্রহণে টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী চার আগস্ট। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মিরাজের দল ত্রিনিবাগো।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT