শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
আফগানিস্তান ও আয়ারল্যান্ড টেস্ট স্ট্যাটাস পেতে যাচ্ছে!
প্রকাশ: ০৪:১০ pm ২০-০৬-২০১৭ হালনাগাদ: ০৪:১৩ pm ২০-০৬-২০১৭
 
 
 


বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান ও আয়ারল্যান্ড নিয়ে নতুন করে বলার কিছু নেই। দুটি দলই এখন আইসিসির সহযোগী সদস্য থেকে পূর্ণ সদস্য হওয়ার মতো অবস্থান সৃষ্টি করেছে।

দীর্ঘদিনের পরিশ্রমে দুই দলের পারফর্মেন্স এখন এমন যে, যেকোনো দলকে চ্যালেঞ্জ করতে পারে তারা।
এ অবস্থায় দল দুটি শিগগিরই আইসিসির টেস্ট স্ট্যাটাস পেতে পারে বলে শোনা যাচ্ছে।
দুই দল এই মর্যাদা অনেক আগেই পেত, তবে দীর্ঘদিন ব্যাপারটি ভোটাভুটির জন্য ঝুলে ছিল। আর এই ভোটাভুটির কাজটি হবে এই সপ্তাহের আইসিসি সভাতেই। সেটি যদি হয়েই যায় তাহলে বাংলাদেশের পর নবম ও দশম দুটি দেশ হিসেবে এই মর্যাদা পাবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।
এর আগে ২০০০ সালে আইসিসির সর্বশেষ টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা পায় বাংলাদেশ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT