শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
উত্তর সিরিয়ার রাক্কায় মার্কিন জোটের বিমান হামলায় শিশুসহ ২৯ জন নিহত
প্রকাশ: ১২:১৫ pm ০৯-০৮-২০১৭ হালনাগাদ: ১২:১৯ pm ০৯-০৮-২০১৭
 
 
 


উত্তর সিরিয়ার রাক্কায় মার্কিন জোটের বিমান হামলায় মঙ্গলবার (৮ আগস্ট) নারী এবং শিশুসহ ২৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর নিশ্চিত করেছে। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা থেকে মার্কিন জোট ইসলামিক জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান শুরু করে। হামলা শুরু ২৪ ঘন্টার মধ্যে ৯ জন নারী এবং ১৪ শিশুসহ মোট ২৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
affwk46-bdgm16_upgrade-your-tech_728x90BD-[C:G.Comp]
সংস্থাটি আরো জানায় নিহতদের মধ্যে ১৪ জন একই পরিবারের। তারা পালমিরা থেকে রাক্কায় পালিয়ে এসেছিলো।   নিহতের সংখ্যা আরো বাড়তে পারে কেননা আহতদের অনেকে অবস্থা আশংকাজনক। মার্কিন জোট এ হামলা সম্পর্কে কোন মন্তব্য করেনি। তবে এর আগে মার্কিন জোটের পক্ষ থেকে বলা হয়েছিলো তারা হামলার সময় বেসামরিক নাগরিকদের ক্ষতি করা থেকে বিরত থাকার সর্বোচ্চ করবে। কিন্তু তদন্তের প্রায় সব প্রতিবেদনেই দেখা গেছে তাদের হামলা বেসামরিক নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল-জাজিরা

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT