শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
উ.কোরিয়ার বিরুদ্ধে আরো পদক্ষেপ গ্রহণের আহ্বান যুক্তরাষ্ট্রের
প্রকাশ: ০৫:৪১ pm ০৮-০৮-২০১৭ হালনাগাদ: ০৫:৪৫ pm ০৮-০৮-২০১৭
 
 
 


মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন মঙ্গলবার (৮ আগস্ট) থাইল্যান্ড সফরে গিয়েছেন। সেখানে তিনি থাই নেতাদের উত্তর কোরিয়া বিরুদ্ধে আরো পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন। ২০১৪ সালে একজন মার্কিন কর্মকর্তার সফরের জেরে থাইল্যান্ডে সামরিক অভ্যূত্থানের কারণে উভয় দেশের মধ্যে সম্পর্কে তিক্ততা দেখা দেয়। ওই ঘটনার পর থাইল্যান্ডে এটাই প্রথম উচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তাদের সফর। টিলারসনের এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলো যাতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের পূর্ব এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় বিভাগের সহকারি সচিব সুসান থর্নটন জানান, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে থাইল্যান্ডে উত্তর কোরিয়ার কিছু কোম্পানি সক্রিয় রয়েছে এবং তাই তারা সেগুলো বন্ধ করতে থাইল্যান্ডকে প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি আরো জানান, উত্তর কোরিয়ার ওই সকল কোম্পানিগুলো ব্যাংকককে আঞ্চলিক কেন্দ্র হিসেবে ব্যবহার করছে এবং সেটা প্রতিনিয়ত নাম বদল করে করছে। টিলারসনের সঙ্গে বৈঠকের আগে থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা বলেন, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে পিয়ংইয়ং এর উপর জাতিসংঘ নতুন করে যে অবরোধ আরোপ করেছে তা থাইল্যান্ড সমর্থণ করবে। তবে তিনি নির্দিষ্টভাবে আরো কি পদক্ষেপ গ্রহণ করবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

সূত্র: রয়টার্স

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT