শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
এএসপি মিজানুর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ৫ সেপ্টেম্বর ধার্য
প্রকাশ: ০৪:৩৫ pm ৩০-০৭-২০১৭ হালনাগাদ: ০৪:৩৮ pm ৩০-০৭-২০১৭
 
 
 


সাভার সার্কেলের হাইওয়ে রেঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৫ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। রোববার (৩০ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ঠিক করেন। এদিন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এর আগে গত ২২ জুন মামলার এজাহার আদালতে এলে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। প্রসঙ্গত, গত ২১ জুন রাজধানীর রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধের পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের লাশ উদ্ধার করা হয়্। ওই দিন রাতেই নিহতের ছোট ভাই মাসুম তালুকদার রূপনগর থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম) তদন্ত করছে। এ মামলায় শাহ আলম নামের এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT