ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৬ মে) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।তিনি স্ত্রী, দুই মেয়ে রাজবিন শওকত ও মেহেরিন শওকতকে রেখে গেছেন।নিলু গত কয়েকদিন ধরে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম নেতা ছিলেন নিলু। পরে প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে যোগ দেয়ার জের ধরে জোট থেকে তাকে বাদ দেয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। নিলুর প্রথম জানাজা সোমবার বাদ জোহর রাজধানীর ইব্রাহিমপুরে অনুষ্ঠিত হবে।অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ আসর দ্বিতীয় জানাজা এবং বনানীতে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে শায়িত করা হবে।বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।