বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ওয়েস্ট ইন্ডিজ সফর ফেব্রুয়ারির পরিবর্তে পূর্ণাঙ্গ সিরিজটি হবে জুলাইয়ে
প্রকাশ: ১০:৩৯ am ২৪-০৮-২০১৭ হালনাগাদ: ১০:৪৪ am ২৪-০৮-২০১৭
 
 
 


আগামী বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু এ সফর পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও উইন্ডিজ ক্রিকেট বোর্ড সফর পেছাতে সম্মত হয়েছে। ফেব্রুয়ারির পরিবর্তে পূর্ণাঙ্গ সিরিজটি হবে জুলাইয়ে। দুই দলের ব্যস্ত সিডিউলের কারণে সিরিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্চে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে হবে। র‌্যাঙ্কিংয়ে নয়ে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা বিশ্বকাপের বাছাই পর্বের আগে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চাচ্ছে না। বাছাইপর্বের ম্যাচ শেষে জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে। একমাস পরই বাংলাদেশকে আতিথেয়তা দিবে ক্যারিবীয়ানরা। এরপরই অনুষ্ঠিত হবে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ।

শুধু ওয়েস্ট ইন্ডিজ না বাংলাদেশেরও রয়েছে ব্যস্ত সিডিউল। ডিসেম্বর-জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। হোম সিরিজ শেষেই ওয়েস্ট ইন্ডিজ উড়াল দিতে হতো টাইগারদের। এ কারণে সিরিজ পিছিয়ে নিতে বাংলাদেশও সম্মত হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ সেপ্টেম্বর সিরিজ শেষ করে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় যাবে। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সফর শেষ হবে ২৯ অক্টোবর। এরপর ২ নভেম্বর শুরু হবে বিপিএল। বিপিএল শেষ হওয়ার পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি শুরু করবে টিম বাংলাদেশ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT