বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
কালীগঞ্জে চিত্রা নদীতে ফুল দিয়ে শ্রদ্ধা ও জোড় হাতে ক্ষমা প্রার্থনায় নদী দিবস পালিত
প্রকাশ: ১১:২৫ am ০৭-১০-২০১৭ হালনাগাদ: ১১:২৬ am ০৭-১০-২০১৭
 
 
 


মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রা নদীতে ফুল দিয়ে শ্রদ্ধা ও জোড় হাত করে ক্ষমা প্রার্থনা করে নদী দিবস পালন করেছে প্রকৃতি মেডিকেপস নামের একটি সমবায় সংগঠন। শুক্রবার সকালে ঐতিহ্যবাহী চিত্রানদীর কালীগঞ্জের বলিদাপাড়া অংশে কালীগঞ্জের বিভিন্ন স্তরের  মানুষ এ অনুষ্ঠানে অংশ নেয়। নদীর তীরে এ সময় বক্তব্য রাখেন জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী  সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  সহকারী পরিচালক ড. আব্দুর রউফ, প্রকৃতি মেডিকপস এর সভাপতি শফিউল আলম লুলু, ছাত্র ইউনিয়নের নেতা কিশোর কুমার কাজল, ইয়ুথ লিডার শহিদুল ইসলাম(মামা) প্রমুখ। বক্তারা জানান, দেশের অধিকাংশ নদী আজ দুষণ আর ধ্বংশের পথে। বিভিন্ন ব্যক্তি নদী দখল করে নদীর নাব্যতা ও সীমানা ছোট করে দিয়েছে। বিভিন্ন সময় নদী বাঁচাও আন্দোলন করেও নদী খনন করেনি সরকার। দিন দিন বড় বড় নদী গুলো আজ ছোট ছোট খালে পরিণত হবে। নদীকে রক্ষা না করতে পারায় নদীর কাছে তারা জোড় হাতে ক্ষমতা প্রার্থনা করেন এবং নদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
 

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT