বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২১তম ম্যাচে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ডায়নামাইটস দলনেতা সাকিব আল হাসান। দুপুর ১টায় শুরু হয়েছে ম্যাচটি। ছয় ম্যাচে ৪ জয় ১ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় ঢাকা ডায়নামাইটস। তাদের পয়েন্ট ৯। এক ম্যাচ কম খেলে ৪ জয় ১ পরাজয়ে টেবিলের দুই নম্বর দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। তাদের অর্জন ৮ পয়েন্ট। আজ ঢাকার লক্ষ্য পঞ্চম জয়ে শীর্ষস্থান পোক্ত করা, অপরদিকে কুমিল্লা চাইবে ঢাকাকে হারিয়ে শীর্ষে উঠতে।