শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
কুষ্টিয়ার খ্যতিমান কবি, সহিত্যিক ও লেখকদের নিয়ে প্রাণবন্ত আড্ডা অনুষ্ঠিত
প্রকাশ: ১০:৪৪ am ২৮-১২-২০১৭ হালনাগাদ: ১০:৫৯ am ২৮-১২-২০১৭
 
 
 


এস এম জামাল, কুষ্টিয়া :কুষ্টিয়া জেলার খ্যতিমান কবি, সহিত্যিক ও লেখকদের নিয়ে প্রাণবন্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া পুলিশ লাইন্সের পুনাক ফুডপার্কের সম্মেলন কক্ষে সমবেত লেখকরা এই অনুষ্ঠানের  ভূয়সী প্রশংসা করেন। উচ্ছ্বাস প্রকাশ করেন জেলার এতোসব লেখক এক সঙ্গে মিলিত হতে পেরে। তারা আরও বেশি বেশি লেখক সাহিত্যিক ও কবিদের একসাথে নিয়ে আসতেই এমন আয়োজন বারংবার দেখতে চান।

প্রাণবন্ত আড্ডায় অংশগ্রহণ করেন  প্রবীণ সাংবাদিক কবি-সাহিত্যিক আবদুর রশীদ চৌধুরী, কবি ও সাহিত্যিক ফাতেমা হক মুকতা মণি, লেখক-সাহিত্যিক হাসান টুটুল, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার সেক্রেটারী আলিমুল হক সনজু, কলামিষ্ট আব্দুর রাজ্জাক বাচ্চু, মাটির পৃথিবীর সম্পাদক এম এ জিহাদ, সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরন্নবী বাবু, একটু পাশে দাঁড়াই সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমানকে সুমন, পাখি বিশ্লেষক এসআই সোহেল, সাংবাদিক এসএম জামাল, আবদুস সালাম, তৃষা প্রমুখ। প্রাণবন্ত আড্ডায় কুষ্টিয়ার ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতিসহ জেলার কবি সাহিত্যিকদের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়াও যারা বিভিন্ন স্থানে কর্মব্যস্ততায় কুষ্টিয়ার বাইরে অবস্থান করছে তাদেরকে নিয়ে একটি প্লাটফর্মে আসার আহবান জানিয়ে কোন এক বড়পরিসরে অনুষ্ঠানের মাধ্যমে নিয়ে আসার কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। লেখক সম্মেলনের মাধ্যমে সাহিত্য চর্চার পরিসর বাড়তে উল্লেখ করে প্রবীণ সাংবাদিক কবি-সাহিত্যিক আবদুর রশীদ চৌধুরী বলেন, আমরা লেখকরা সবাই বিচ্ছিন্নভাবে থাকি। সাক্ষাত খুব কম হয়। এমন একটা অনুষ্ঠানের আয়োজন করতে হবে সেখানে জেলার সকল কবি সাহিত্যিকরা উপস্থিত হতে পারে। তাহলে সেই আয়োজনের মাধ্যমে সাহিত্য চর্চার পরিসরকে সমৃদ্ধ করবে এবং সাহিত্য চর্চা বাড়াতে হবে। আর এমন আয়োজনকেও বড় পরিসরে দেখতে হবে। লেখক সাহিত্যিক হাসান টুটুল বলেন, আমাদেরকে কি কাজ করতে হবে, সবাই জানি। জেলার অনেক লেখক সাহিত্যিক একজন আরেক জনকে চেনে না বা জানেনা। অন্তত সকলের সাথে সকলের পরিচিত করতেই আমরা আগামীতে একটা অনুষ্ঠানের আয়োজন করবো। সেখানে জেলার সকল কবি সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত করবো। এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতেই আমাদের আজকের এই ছোট্ট্র আয়োজন।  

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT