ঘনকুয়াশার কারণে পদ্মানদীতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
দৌলতদিয়া ঘাটের শাখা বাণিজ্য বিভাগের ম্যানেজার খোরশেদ আলম জানান, নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা ৪০ মিনিট থেকে দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দৌলতদিয়া প্রান্তে তিনশতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
এছাড়া যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে যাওয়ার অপেক্ষায় রয়েছে ছোট বড় মিলে নয়টি ফেরি।
পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ম্যানেজার সালাউদ্দিন জানান, ভোর ৫টায় পাটুরিয়া ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে যাওয়ার অপেক্ষায় নোঙর করে আছে চারটি ফেরি।
এছাড়া যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে তিনটি ফেরি। নৌরুট পারের অপেক্ষায় ঘাটের পাটুরিয়া প্রান্তে শতাধিক যানবাহন অপেক্ষমান রয়েছে বলেও জানান তিনি।