শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
প্রকাশ: ০৮:৩০ am ১৪-০১-২০১৮ হালনাগাদ: ০৯:৩৯ am ১৪-০১-২০১৮
 
 
 


পদ্মার বুকে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ৬টি ফেরি। রোববার (১৪ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চল থেকে নদী পার হতে অাসা যানবাহন ও যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। ঘাটের দুই পাড়ে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। আটকা পড়া এসব যানবাহনের যাত্রীরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহাকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ অালম জানান, রোববার মধ্যরাত থেকে দৌলতিয়া-পাটুরিয়া নৌ-পথের পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। অাস্তে অাস্তে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ভোর পৌনে ৫টার দিকে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT