বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
কোটচাঁদপুরে সোনালী ব্যাংকে টাকা তুলতে এসে প্রতারনার শিকার
প্রকাশ: ১২:৩০ pm ২২-১১-২০১৭ হালনাগাদ: ১২:৩১ pm ২২-১১-২০১৭
 
 
 


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে এক মহিলা এনজিও থেকে ঋনের পঞ্চাশ হাজার টাকার চেক ব্যাংকে ভাঙ্গাতে এসে প্রতারকের খপ্পরে পড়ে সমুদয় টাকা খুইয়েছেন। প্রতারনার এই ঘটনাটি ঘটেছে সোমবার সোনালী ব্যাংক কোটচাঁদপুর শাখায়। জানাযায়, কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী রেনুকা বেগম (৩০) গ্রামের শিশু নিলয় নামক এনজিও থেকে পঞ্চাশ হাজার টাকা ঋন গ্রহন করেন। এনজিওটি রেনুকা বেগমকে ঋনের পঞ্চাশ হাজার টাকার একটি চেক প্রদান করে। রেনুকা বেগম চেকটি ভঙ্গাতে সোমবার সোনালী ব্যাংক কোটচাঁদপুর শাখায় আসেন। তিনি ব্যাংকে আসলে ৩৩/৩৫ বছর বয়সী এক যুবক নিজেকে ব্যাংক ষ্টাফ পরিচয় দিয়ে জিজ্ঞাসা করেন তিনি শিশু নিলয় থেকে চেক নিয়ে এসেছেন কিনা? রেনুকা বেগম তাকে চেক আনার কথা জানালে যুবকটি কাউনন্টার থেকে ক্যাশ করার কথা বলে তার কাছ থেকে চেকটি নিয়ে তাকে অপেক্ষা করতে বলে। যুবকের কথা মতো চেকটি তাকে দিয়ে রেনুকা বেগম ব্যাংকের সোফায় অপেক্ষা করতে থাকেন। ইতিমধ্যে প্রতারক যুবক চেকের উল্টো পিঠে রবিউল ইসলাম নাম সই করে কাউন্টার থেকে টাকা তুলে সটকে পড়ে। দীর্ঘ সময় অপেক্ষার পরও যুবকটি না আসায় সে বুঝতে পারে সে প্রতারনার শিকার হয়েছে। ব্যাংকের সিসি ক্যামেরায় প্রতারক যুবকের ছবি দেখে তার বয়স ৩৩/৩৫ বছর বলে সকলে ধারণা করছে। থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, এ ব্যাপারে রেনুকা বেগম একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT